ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  • অন্যান্য
  1. আজকের খবর
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. দেশের খবর
  6. প্রবাস নিউজ
  7. রাজনীতি
  8. সকল খবর
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় সাইকেল আরোহী ২ বাংলাদেশি নিহতের খবর

fathulislam
আগস্ট ১৪, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ার আরেকটি দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী প্রবাসী বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন।দেশটির জোহর প্রদেশের মুয়ারের পারিত সালাম পারিত ইউসুফ এলাকায় শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনায় হতাহতের খবর দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক দি স্টার।

পুলিশের বরাতে দুর্ঘটনার ওই প্রতিবেদনে নিহত ও আহতদের পরিচয় দেওয়া হয়নি। আহত ব্যক্তি মুয়ারের সুলতানাহ ফাতিমাহ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি প্রবাসী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই বাংলাদেশি।

এ নিয়ে দেশটিতে পৃথক দুর্ঘটনায় একই দিনে পাঁচজন প্রবাসী বাংলাদেশির প্রাণ গেল।

বাইসাইকেল আরোহীদের হতাহতের ঘটনায় পুলিশ বলছে, ‘উল্টো পথে’ বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় তিনজন রাস্তার পাশে ছিটকে পড়েন। একজন ঘটনাস্থলেই মারা যান। অপর দুইজনকে সুলতানাহ ফাতিমাহ স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় একজনের মৃত্যু হয়। তৃতীয়জন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের বরাতে দি স্টার লিখেছে, ওই তিন বাংলাদেশি বাইসাইকেল নিয়ে মুয়ারের পারিত ইউসুফ থেকে উল্টো পথে বুকিত মোড়ের দিকে যাচ্ছিলেন।

এসময় একটি গাড়ি তাদের বাইসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়ির ধাক্কার সড়কে পাশে ছিটকে পড়েন দুজন মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।পুলিশ অজ্ঞাত ওই গাড়ি ও সেটির চালককে খুঁজছে। তারা স্থানীয়দের কাছে এ ঘটনা সম্পর্কে তথ্য চেয়েছে।

Author

About The Author

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।