ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  • অন্যান্য
  1. আজকের খবর
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. দেশের খবর
  6. প্রবাস নিউজ
  7. রাজনীতি
  8. সকল খবর
আজকের সর্বশেষ সবখবর

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর মিলল ঢাকায়, চলছে পাঠানোর প্রক্রিয়া

fathulislam
আগস্ট ১৫, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর উদ্ধারে ঢাকার ডেমরা এলাকার সারুলিয়ায় যৌথ অভিযান পরিচালনা করেছে র‍্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলা অভিযানে প্রায় ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার হয় বলে জানিয়েছে র‍্যাব।

চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনে তেল পরিবহন, নতুন যুগে বাংলাদেশ

র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট সাদা পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। পাশাপাশি প্রায় ছয় লাখ ঘনফুট বালু লুট হয়েছে, যার মূল্য প্রায় ২৪০ কোটি টাকা।

অবৈধভাবে পাথর উত্তোলনের পর এগুলো স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হয়।

তিনি বলেছেন, আমরা সংবাদ পাই সেই পাথর এখানেও আছে। তারই ভিত্তিতে ডেমরা সুকুরশী এলাকায় প্রায় ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড সাদাপাথর উদ্ধার করা হয়। এ সময় ঢাকা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ দিকে আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোর্শেদ জানান, পাথরগুলো যারা কিনে এনেছে তাদের কাউকেই পাওয়া যায়নি। পাথরগুলো ভোলাগঞ্জে ফেরত পাঠানোর কাজ চলছে। সেখানে পরিবেশ অধিদপ্তর কাজ করছে।

Author

About The Author

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।