প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৪:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ ৩২ জন গ্রেপ্তার
বৃহস্পতিবার (৭ আগস্ট) জোহর জেআইএমের পরিচালক দাতুক মোহাম্মদ রোসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, জোহর জেআইএমের পরিচালক দাতুক মোহাম্মদ রোসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, গোয়েন্দা তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে বৈধ ওয়ার্ক পারমিট বা পাস ছাড়া বসবাস ও কাজ করার অভিযোগে এসব অভিবাসীকে আটক করা হয়েছে।
বিভাগ সূত্রে জানা গেছে, ৬ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যায় বন্দর বারু আয়ের হিতামে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মোট ১৬টি স্থানে পরিচালিত অভিযানে ৬২ জন বিদেশি ও স্থানীয়কে তল্লাশি করা হয়। এর মধ্যে ২০ জন পাকিস্তানি পুরুষ, ৯ জন বাংলাদেশি পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ এবং দুইজন ইন্দোনেশিয়ান নারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) অনুযায়ী মামলা করা হবে, যা বৈধ পাস বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থানকে অপরাধ হিসেবে গণ্য করে।
সূত্র: দ্য স্টার নিউজ
Copyright © 2025 ফাতহুল ইসলাম. All rights reserved.