ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  • অন্যান্য
  1. আজকের খবর
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. দেশের খবর
  6. প্রবাস নিউজ
  7. রাজনীতি
  8. সকল খবর
আজকের সর্বশেষ সবখবর

গ্রেটার ইজরাইল ভিশন: বাংলাদেশসহ ৩১দেশের নিন্দা

fathulislam
আগস্ট ১৬, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল ভিশন’ প্রকাশের পর বাংলাদেশসহ ৩১টি মুসলিম দেশ একযোগে নিন্দার ঝড় তুলেছে।
আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে: “এটি শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়; বরং উম্মাহর ইজ্জত, কুরআনের নির্দেশনা এবং মুসলিম জাতির অস্তিত্বের ওপর সরাসরি আঘাত।”

ফিলিস্তিন: উম্মাহর ইমানের অংশ

মুসলিম নেতারা বলেছেন, আল-আকসা মসজিদ কেবল একটি স্থাপনা নয়; বরং এটি উম্মাহর ঈমানের প্রতীক।
যেখানে মহানবী ﷺ ইসরা ও মিরাজে গমন করেছেন, যেখানে হাজারো নবী আল্লাহর ইবাদতে সিজদাবনত হয়েছেন।
সেই ভূমিকে ধ্বংস করার মানে হচ্ছে, মুসলিম উম্মাহর অন্তরে ছুরিকাঘাত করা।

নেতানিয়াহুর পরিকল্পনা: পুনরাবৃত্ত নাকবা

১৯৪৮ সালের নাকবা (মহা বিপর্যয়)-তে লক্ষ লক্ষ মুসলিম বাস্তুচ্যুত হয়েছিল। আজ আবার নেতানিয়াহু সেই রক্তাক্ত ইতিহাস পুনরাবৃত্ত করতে চাইছে।
ফিলিস্তিনি শিশুদের কাঁদা চোখ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মায়েদের আর্তনাদ, শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপ— সবই সাক্ষ্য দিচ্ছে, ইসরায়েলের নীতি গণহত্যা ছাড়া আর কিছু নয়।

আরব-ইসলামি বিশ্বের একক কণ্ঠ

মুসলিম বিশ্বের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বসতি স্থাপন, উচ্ছেদ ও দখলদারিত্ব আন্তর্জাতিক আইনের প্রকাশ্য অমান্য।

আল-আকসায় ইসরায়েলি হামলা গোটা উম্মাহর জন্য ঘোষণা-যুদ্ধ।

গাজায় অবরোধ ও মানবিক সহায়তা আটকে দেওয়া একটি সুপরিকল্পিত গণহত্যা।

তারা যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন—
“ইসরায়েলকে এখনই থামান, নইলে ইতিহাস আপনাদেরও কাঠগড়ায় দাঁড় করাবে।”

ইসলামের ঘোষণা

আল্লাহ তাআলা কুরআনে ইঙ্গিত করেছেন—

> وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ
“তোমরা কেন আল্লাহর পথে এবং নিপীড়িত পুরুষ, নারী ও শিশুদের মুক্তির জন্য যুদ্ধ করো না?” (সূরা নিসা: ৭৫)

 

এই আয়াত যেন আজ ফিলিস্তিনের আকাশে প্রতিধ্বনিত হচ্ছে,
আর পৃথিবীর প্রতিটি মুসলিমের অন্তরে ধ্বনিত হচ্ছে এক প্রশ্ন—
“তুমি কোথায় দাঁড়িয়ে আছ? ফিলিস্তিনের পাশে, না কি নিরব দর্শক হয়ে?”

চূড়ান্ত আহ্বান

আরব ও ইসলামি নেতারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে বলেছেন—
“আজ ফিলিস্তিন শুধু ফিলিস্তিনিদের নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর ইজ্জত ও অস্তিত্বের প্রতীক।
ফিলিস্তিন বাঁচলে উম্মাহ বাঁচবে, আর ফিলিস্তিন হারালে উম্মাহর হৃদয় হারাবে।”

🔖 সূত্র: আল জাজিরা, গালফ টাইমস (সংযোজিত ইসলামী ও ঐতিহাসিক প্রেক্ষাপটসহ)

Author

About The Author

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।